নরসিংদীতে বিএনপির বিক্ষোভ

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে চিনিশপুর কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে নরসিংদী জেলা বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সিনিয়র সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবীর কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কবির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভালোবাসায় জিয়াউর রহমানের স্বাধীনতা পদক অর্জন করেছেন। এখনো পদকটি জাতীয় জাদুঘরে স্থাপন করার সময় আছে।
বিক্ষোভে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।