খুলনায় কথিত বন্দুকযুদ্ধে ‘বনদস্যু’ নিহত

খুলনার কয়রা উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল ইসলাম (৪২) নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
আজ রোববার ভোররাতে উপজেলার সুন্দরবনের ভেতর সোনামুখী নদীর পাশে খেয়াখালী খালের তীরে এ ঘটনা ঘটে।
রবিউলের বাড়ি কয়রার শাকবাড়িয়া এলাকায়। তাঁর লাশ কয়রা থানায় রয়েছে। পরে ময়নাতদন্তর জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে।
পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধে এক উপপরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবল আহত হয়েছেন। তাঁদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল তল্লাশি করে একটি রাইফেল, গুলি, চার টুকরো হরিণের চামড়া, হরিণের দুটি শিং ও একটি রাম দা উদ্ধার করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী জানান, পুলিশের একটি দল শনিবার বিকেলে ৪ নম্বর কয়রা থেকে রবিউল ইসলামকে আটক করে। পরে তাঁকে নিয়ে রাতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। নানা জায়গায় অভিযান চালিয়ে আজ ভোররাতে ঘটনাস্থলে গেলে রবিউলের সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এর একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রবিউল।
ওসি আরো জানান, রবিউলের নামে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় আটটি মামলা রয়েছে।