চট্টগ্রামে অগ্নিকাণ্ডে মা-মেয়ে নিহত

চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার রেললাইন বস্তিতে গতকাল দিবাগত রাতে অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়। আজ সকালে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি : এনটিভি
চট্টগ্রাম নগরের ইপিজেড থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার রেলওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডে এক নারী ও তাঁর মেয়েশিশু নিহত হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলো— ফাতেমা বেগম (২৭) ও তাঁর মেয়ে মারজান বেগম (৪)।
অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক বস্তিঘর ও ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। পাঁচ ঘণ্টা পর আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, দক্ষিণ মধ্যম হালিশহরের রেললাইন বস্তিতে রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুড়ে যাওয়া ঘর থেকে ফাতেমা ও মেয়ে মারজানের লাশ উদ্ধার করা হয়।