বরিশালে সোমবার ঈদ উদযাপন করবে সহস্রাধিক পরিবার

বরিশাল বিভাগের সহস্রাধিক পরিবার আগামীকাল সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের জাহাঁগিরিয়া শাহ্সু ফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা এই ঈদ উদযাপন করবেন।
এ দরবার শরিফের অনুসারীরা একই সময়ে বরিশাল সিটি করপোরেশনে তিনটি, বাবুগঞ্জে চারটি, হিজলায় দুটি, মেহেন্দিগঞ্জে দুটি, বন্দর থানা সাহেবের হাটে দুটি, বাকেরগঞ্জে একটি, ঝালকাঠিতে একটি, বাউফলে ১০টি, গলাচিপায় একটি, রাঙ্গাবালীতে নয়টি, কলাপাড়ায় ১১টি এবং বরগুনায় একটি জামাতে ঈদের নামাজ আদায় করবেন। পরে পশু কোরবানি করা হবে।
দরবারের মুরিদ বরিশাল নগরীর রূপাতলীর আবদুস সবুর খান সবুজ জানান, আগামীকাল সকাল ৯টায় বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে তাজকাঠি জাহাঁগিরিয়া শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা মো. দেলোয়ার হোসাইন। এ ছাড়া নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে হরিণাফুলিয়া চৌধুরীবাড়ি শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ, ২২ নম্বর ওয়ার্ডে জিয়া সড়ক শাহ সুফি মমতাজিয়া মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। বরিশাল সদর উপজেলার চরকিউট্টা গ্রামে হাফেজ লোকমান শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ, বন্দর থানা সাহেবের হাটে পতাং গ্রামে পতাং শাহ সুফি মমতাজিয়া মসজিদ প্রাঙ্গণে সকাল ৯টায় পৃথক জামাত অনুষ্ঠিত হবে।