ঝালকাঠিতে তিন শতাধিক মসজিদে ঈদের জামাত

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঝালকাঠির জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঝালকাঠির তিন শতাধিক ঈদগাহ ও জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
জেলার প্রথম ও প্রধান জামাত আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টায় অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ এখানে নামাজ আদায় করেন। কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রফিকুল ইসলাম এতে ইমামতি করেন।
একই স্থানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। এ ছাড়া নেছারাবাদ মাদ্রাসা, পুলিশ লাইন, উপজেলা পরিষদ, কবরস্থান জামে মসজিদসহ বিভিন্ন জামে মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়। পরে পশু কোরবানি করা হয়।