১০ ইয়াবাসহ ‘ইয়াবা সম্রাট’ আটক

মোংলায় মো. নয়ন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কবরস্থান রোড এলাকা থেকে ১০টি ইয়াবাসহ তাঁকে আটক করা হয়। নয়ন মোংলার ‘ইয়াবা সম্রাট’ বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোড সংলগ্ন এলাকা অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে দেখতে পেয়ে শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘ইয়াবা সম্রাট’ নামে পরিচিত নয়ন দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাঁকে ধরে ফেলে। আটক নয়নের শরীরে তল্লাশি চালিয়ে ১০টি ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, নয়ন কবরস্থান রোড সংলগ্ন সামসুর রহমান সড়কের মৃত আজিজ ফোরম্যানের ছেলে। মাদক ব্যবসায়ী নয়ন দীর্ঘদিন ধরে নানা কৌশলে ইয়াবার ব্যবসা করছিল। এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাদকসহ ধরা পড়ে জেল খেটেছে নয়ন। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে। নতুন করে তাঁর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।
এর আগে গত মাসের শেষ দিকে শহরের চিহ্নিত অপর মাদক ব্যবসায়ী ডালিমকে আটক করে পুলিশ। কয়েকদিনের মধ্যে ডালিম ছাড়া পেয়ে আবার মাদক ব্যবসা শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া শহরের বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে কৌশলে ইয়াবা কেনাবেচা করছে শক্তিশালী একটি চক্র। এই চক্রের সদস্যদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি শেখ লুৎফর রহমান।