খুলনায় দুই পুকুরে স্বামী-স্ত্রীর লাশ

খুলনার তেরখাদা উপজেলার উখড়ী গ্রামের দুটি পুকুর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁদের হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পাশাপাশি দুটি পুকুর থেকে মৃতদৃহ দুটি উদ্ধার করা হয়। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহতরা হলেন খশরুল আলম মোল্লা ওরফে খায়রুল (৩৫) ও তাঁর স্ত্রী লিপি বেগম (২৮)। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। তাঁদের মধ্যে দুজন হলেন মো. কামাল (২৪) ও আরজ আলী ওরফে রসুল (৩০)। আরেকজনের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন জানান, ঈদের দিন রাতে ওই এলাকার উত্তরপাড়ার পিলার ব্যবসায়ী আরজ আলী, কামাল ও তরিকুলের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন খশরুল ও লিপি। এর পর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বাড়ির পাশে মসজিদের দুটি পুকুর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। স্বামীর গলায় রশি ও স্ত্রীর গলায় ওড়না বাঁধা ছিল। দুজনের পেট কাটা ছিল। এ ছাড়া লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কাটার চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, নিহত দম্পতির তিন সন্তান রয়েছে। লিপি অন্তঃসত্ত্বা ছিলেন। খশরুল নিজে পিলার (ম্যাগনেট) ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষরা তাদের হত্যা করতে পারে বলে ধারণা স্থানীয়দের।