কুড়িগ্রামে গরিবদের বিনামূল্যে চোখের চিকিৎসা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/09/14/photo-1473850246.jpg)
কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে গরিবদের বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। বিদ্যালয়টির ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আজ বুধবার দিনব্যাপী এ কার্যক্রম চলে।
‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ নামের এ উদ্যোগে চোখ পরীক্ষার পর রোগীদের বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।
কুড়িগ্রাম সদর হাসপাতালসহ জেলায় চোখের রোগীদের চিকিৎসার জন্য ভালো চিকিৎসক না থাকায় সহস্রাধিক রোগী এ সেবা নিতে আসেন। এ ধরনের সেবায় রোগীরা সন্তোষ প্রকাশ করেন।
এ উদ্যোগের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিদ্যালয়টির ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ আই হসপিটালের বিশেষজ্ঞ সার্জন ডা. কামরুল ইসলাম সোহেল। একই ব্যাচের সাবেক শিক্ষার্থী মিথুন, ঝুনু, জুয়েল, তুষার, তাজুল, মাইদুল, মাহফুজ, অরেঞ্জ, ফরিদ, আনন্দ, বাদশাহ ও সৈকত এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন।
উদ্যোগটির প্রধান সমন্বয়ক ডা. কামরুল ইসলাম সোহেল জানান, কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে দায়িত্ববোধ থেকেই এ ধরনের উদ্যোগ নিয়েছেন তাঁরা।
একই ব্যাচের সাবেক শিক্ষার্থীরা জানান, তাঁদের উদ্যোগে এর আগে কুড়িগ্রামে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও চরাঞ্চলের মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উদ্যোক্তারা।