চট্টগ্রামে গোধূলীর বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামে আন্তনগর ট্রেন মহানগর গোধূলীর চারটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় পাহাড়তলী স্টেশনের কাছে এ দুর্ঘটনায় আহত হয়েছে ৩০ যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া এ দুর্ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ের বিভাগীয় প্রধান প্রকৌশলী (ট্র্যাক) মো. রমজান আলী জানান, এ ট্রেনটি আপ লাইন থেকে ডাউন লাইনে চলাচলের নিয়ম। এ লাইনে কোনো সিগন্যাল সিস্টেম নেই। আর এ সিস্টেম না থাকলেও পয়েন্টে ক্লাম করতে হয়। কিন্তু ক্রস ওভারে ক্লাম করা হয়নি বলে অভিযোগ তাঁর।
রমজান আলী বলেন, লাইনে ত্রুটি থাকলেও এ ঘটনার আগে এ লাইন দিয়ে ১১টি ট্রেন পার হয়েছে। কিছু ট্রেন ডাউন লাইনে ঢুকেছে। আর কিছু ট্রেন আপ লাইনে ঢুকেছে। শেষ মুহূর্তে লাইনের দূরত্ব বেড়ে যাওয়ায় ১৮টি বগির চারটি বগির বোল্ট ভেঙে লাইনচ্যুত হয়ে যায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক মঞ্জুরুল আলম বলেন, ‘আপ লাইন থেকে ডাউন লাইনে নিতে হচ্ছে। দুপুরে ফৌজদারহাটে কনটেইনারবাহী আরেকটি ট্রেন দুর্ঘটনা হয়েছে। সেখানে একটি লাইন ব্লক ছিল। এর পর থেকে এভাবে আমরা ট্রেন চালাচ্ছিলাম। আপ লাইন ক্লিয়ার করার আগে শিডিউল ট্রেন ঢাকা নেওয়ার দরকার ছিল, সে জন্য আমরা ডাউন লাইন দিয়ে নিচ্ছিলাম। এ কারণে দুর্ঘটনাটি ঘটে।’