টাম্পাকোয় নিহত মনোয়ারের লাশ শরীয়তপুরে দাফন

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের মনোয়ার হোসেন দেওয়ানের (৩৮) শরীয়তপুরে তাঁর নিজ বাড়িতে দাফন করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টায় নড়িয়া উপজেলার আনাখণ্ড গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়। এর আগে ওই দিন সন্ধ্যায় মনোয়ারের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
মনোয়ারের ভাই আবদুল হাশেম জানান, প্রায় নয় বছর ধরে ওই কারখানায় মেকানিক হিসেবে কাজ করে আসছিলেন মনোয়ার। গত শনিবার টাম্পাকো কারখানায় বিস্ফোরণের পর মঙ্গলবার রাতে ঢাকার ধানমণ্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মনোয়ার আনাখণ্ড গ্রামের মৃত মনতাজ উদ্দিন দেওয়ানের ছেলে।