পদ্মার ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সামনে আজ শনিবার সাধারণ মানুষ পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করে। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাধারণ মানুষ পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে।
আজ শনিবার সকালে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে এলাকাবাসী।
‘চরাঞ্চল সাধারণ পরিষদের’ ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে ভাঙনকবলিত এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেয়।
এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামাল উদ্দীন, স্কুলশিক্ষক নুরুল ইসলাম, মতিউর রহমান, সমাজকর্মী ওবাইদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পদ্মার ভাঙনে এরই মধ্যে চরবাগডাঙ্গা ইউনিয়নের বেশ কিছু এলাকার শত শত ঘরবাড়ি, ফসলি জমি ও বাগান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো পদ্মার ভাঙনের মুখে রয়েছে ইউনিয়নের বহু এলাকা।
বক্তারা ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।