পিন্টুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা

নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু। ফাইল ছবি
বিএনপি নেতা নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় রাজশাহী নগরীর রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। আজ রোববার বিকেলে মৃত্যু সনদ পাওয়ার পর পুলিশ মামলাটি করে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। হাসপাতাল থেকে পাওয়া মৃত্যু সনদ পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। মামলার পর পিন্টুর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরেনসিক বিভাগে নেওয়া হয়। এর আগে থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আখতারের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
ওসি বলেন, পিন্টুর লাশ ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কারা কর্তৃপক্ষ পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে।