চুয়াডাঙ্গায় কৃষি পাঠাগারের যাত্রা শুরু

চুয়াডাঙ্গায় যাত্রা শুরু করেছে কৃষি পাঠাগার। কৃষকরাই ব্যবহার করবেন এ পাঠাগার। শুরুতেই ৬০০ জনের সদস্য হয়েছেন। আর তাঁদের অর্ধেকই নারী।
সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে এ পাঠাগার যাত্রা শুরু করেছে। আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার কৃষি পাঠাগার উদ্বোধন করেন।
সোলায়মান হক বলেন, কৃষি উন্নয়ন সংঘ ও পাঠাগার তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রশংসার দাবিদার। পাঠাগার উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান বলেন, কৃষি উন্নয়ন সংঘ ও পাঠাগারের ভাবনা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। দেশের প্রতিটি এলাকায় তৈরি হবে কৃষি পাঠাগার।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশেষ পাঠাগারে কৃষিবিষয়ক বিভিন্ন বই, লিফলেট, নিয়মিত কৃষিবিষয়ক পত্রিকা স্থান পেয়েছে। একই স্থানে প্রতিষ্ঠা করা হয়েছে সান্ধ্যকালীন কৃষক স্কুলের।
পাঠাগার উদ্বোধন শেষে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে উচ্চমূল্য ফসল উৎপাদনবিষয়ক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চণ্ডিদাস কুণ্ডু, উপপরিচালক নির্মল কুমার দে এবং শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহীন রাব্বী, সমন্বিত কৃষক উন্নয়ন সংঘের সভাপতি আবদুল কাদের ও সাধারণ সম্পাদক আহ্সানুল কবীর বশির প্রমুখ।
কৃষক সমাবেশ শেষে তাল ও খেজুর গাছের চারা রোপণ করেন অতিথিরা।