গাজীপুরে মাইক্রোবাসের চাপায় এক ব্যক্তি নিহত

গাজীপুরের চক্রবর্তীতে মাইক্রোবাসের চাপায় আহত ব্যক্তিদের ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি
গাজীপুরের চক্রবর্তীতে মাইক্রোবাসের চাপায় আবদুল করিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন।
আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের চক্রবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে তেতুইবাড়ীর ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ জানান, আজ সকালে চক্রবর্তী এলাকায় জিরানীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে একই দিক থেকে আসা একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী টাঙ্গাইলের আবদুল করিম মারা যান।
হারুন অর রশিদ আরো জানান, খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসসহ এর চালককে আটক করেছে পুলিশ।