চাঁপাইনবাবগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা

পদ্মার শাখা নদী পাগলার কয়লাদিয়ায় চমৎকার বাজার ঘাট সমিতির আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার শ্যামপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। গতকাল শনিবার পদ্মার শাখা নদী পাগলার কয়লাদিয়ায় ‘চমৎকার বাজার ঘাট সমিতি’ আয়োজিত এ প্রতিযোগিতায় ৫ বৈঠার ৫টি এবং ১১ বৈঠার ৭টি দল অংশ গ্রহণ করে।
১৫ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে দুপুর থেকেই পাগলা নদীর তীরে হাজার হাজার নারী পুরুষ সমবেত হয়। উপরপুর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ৫ বৈঠায় নাককাটিতলার করিম মাঝির দল এবং ১১ বৈঠায় মল্লিকপুরের সুনিল মাঝির দল চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য গোলাম রব্বানী।