বারির গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা শুরু

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে বারির গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধন করেন। ছবি : এনটিভি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা শুরু হয়েছে। আজ রোববার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে ৯ দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মশালায় বারির বিভিন্ন বিভাগের প্রধানগণ তাঁদের বিগত সময়ের গবেষণার ফলাফল ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন। এতে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশারফ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি, মো. আব্দুল মান্নান এমপি, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন উদ্দিন আব্দুল্লাহ, বারির মহাপরিচালক মো. রফিকুল ইসলাম মণ্ডল প্রমুখ। কর্মশালায় বারিসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের পাঁচশতাধিক বিজ্ঞানী অংশ গ্রহণ করেন।