প্রয়োজনে চাড়ালের সঙ্গেও আলোচনায় বসতে হবে : কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘শান্তিতে দেশ চালাইতে চাইলে প্রয়োজনে চাড়ালের সঙ্গেও আপনাকে আলোচনায় বসতে হবে।’ কৃষক শ্রমিক জনতা লীগের চলমান অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার জামালপুর বৈশাখী মেলা মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘৫ জানুয়ারি ভোট হয় নাই। বিনা ভোটে সরকারে আছেন। সিটি নির্বাচনে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে বলেছেন, ভোট সুষ্ঠু হয়েছে। মিথ্যা কথা, অসত্য কথা বলতে বলতে শেখ হাসিনার ইমান নাই। তাঁর ওপর থেকে আল্লাহর রহমত উঠে গেছে।’
কাদের সিদ্দিকী বলেন, ‘এক গ্রামে দুই মাতবরের মধ্যে হিংসা থাকলে সেই গ্রাম অশান্তিতে ভরে যায়। দুই নেত্রীর একে অন্যের মুখ দেখতে চায় না, তাহলে দেশে শান্তি থাকবে কেমনে? আর খালেদা জিয়াকেও হরতাল-অবরোধ বাদ দিয়ে সব বিরোধী দলকে নিয়ে চলতে হবে। কিন্তু তিনি তা পারেন নাই।’
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ‘এরশাদ না পুরুষ, না মহিলা। তিনি সকালে এক কথা বলেন, বিকেলে অন্য কথা।’
দুপুরে কাদের সিদ্দিকী তাঁর সফরসঙ্গীদের নিয়ে জামালপুর এসে মুক্তমঞ্চে অবস্থান নেন। সভায় আরো বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগ নেতা ইকবাল সিদ্দিকী, মামুনুর রশীদ মামুন, রিফাতুল ইসলাম দীপ প্রমুখ।
গণমাধ্যমের স্বাধীনতা থাকা দরকার উল্লেখ করে কাদের সিদ্দিকী আরো বলেন, ক্যামেরা না থাকলে, সাংবাদিক না থাকলে শেখ হাসিনা এক কোটি মানুষ মেরে ফেলতেন। সিটি নির্বাচনে ক্যামেরায় ভোট জালিয়াতির ছবি টিভিতে দেখানোর পরও শেখ হাসিনা বলছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে।