কুড়িগ্রামে ট্রাকচাপায় ইউপি সদস্য নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/09/19/photo-1474275057.jpg)
ছবি : এনটিভি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকচাপায় মোটর শ্রমিক নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন।
ভূরুঙ্গামারী থানা পুলিশ জানায়, আজ সোমবার সকালে ভূরুঙ্গামারী থেকে রংপুরগামী একটি ট্রাক জয়মনিরহাট বাজার এলাকায় মোটরসাইকেল আরোহী জয়মনিরহাট ইউপি সদস্য সুরুজ্জামান সুজাকে (৪২) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত সুজার বাড়ি জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামে। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।