খুলনায় মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুজনের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান মঙ্গলবার এ রায় দেন। রায় প্রদানকালে আসামিরা অনুপস্থিত ছিলেন। তাঁরা জামিন নিয়ে পলাতক রয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন।
দণ্ডপ্রাপ্তরা হলেন যশোর জেলার মনিরামপুর থানার কাশিপুর গ্রামের মো. কাদের হোসেন দফাদার (৫২) ও একই থানাধীন পাড়দিয়া গ্রামের মো. আবুল কাশেম (৪৫)।
মামলার বরাত দিয়ে আইনজীবী লিটন জানান, ২০১১ সালের ৩০ এপ্রিল খুলনার রূপসা সেতুর টোলপ্লাজা এলাকায় একটি মোটরসাইকেলে ১৩ লিটার ফেনসিডিলসহ কাদের ও কাশেমকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক আমিরুল ইসলাম বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন।
একই বছরের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক তুষার কুমার মণ্ডল আদালতে কাদের ও কাশেমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।