খুলনায় অস্ত্র মামলায় দুজনের কারাদণ্ড

অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি হেফাজতে রাখায় দুই যুবককে সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনা মহানগর দায়রা জজ আদালত। আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে প্রত্যেককে ১০ বছর ও গুলি রাখার অপরাধে সাত বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন খুলনা মহানগরীর সোনাডাঙ্গার শেখপাড়া বিদ্যুৎ স্টাফ কোয়ার্টারের বাসিন্দা মো. সবুজ (২০) ও একই ঠিকানার মেহেদী হাসান হিমু (২১)। রায় ঘোষণার সময় দুজনই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি কামরুল ইসলাম জোয়ার্দার মামলার বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ২১ মার্চ রাতে একটি রিভলবার ও ছয়টি গুলিসহ সবুজ ও হিমুকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সহকারী উপপরিদর্শক রবিউল ইসলাম বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন।
একই বছরের ৭ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হাতেম আলী আদালতে সবুজ ও হিমুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন পিপি সুলতানা রহমান শিল্পী।