চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহাডাঙ্গা বিদিরপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী যাচ্ছিল একটি ট্রেন। সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি মহাডাঙ্গা বিদিরপুর এলাকায় পৌঁছায়। ওই সময় ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে রেলওয়ে (জিআরপি) পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। ওই সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।