চাঁপাইনবাবগঞ্জে ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

পৌরসভার ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
পৌরসভার ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে শহরের ফুড অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি পৌরসভার মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
‘অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’র ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেয়।
মিছিল শেষে কমিটির আহ্বায়ক সৈয়দ আহম্মদ বাদশার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অ্যাডভোকেট একরামুল হক, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, অ্যাডভোকেট মিজানুর রহমান, মনিরুজ্জামান মনির প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাম্প্রতিক ট্যাক্স বৃদ্ধিকে অযৌক্তিক উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।