মুন্সীগঞ্জে অস্ত্রসহ আটক ১

মুন্সীগঞ্জ সদর উপজেলা রামপাল ইউনিয়ন থেকে আটক আবু বক্কর ওরফে বাটকু। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জ সদর উপজেলা রামপাল ইউনিয়ন থেকে আবু বক্কর ওরফে বাটকুকে (৩২) একটি নাইন এমএম পিস্তল, ম্যাগাজিন ও একটি গুলিসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রামপাল ইউনিয়নের মালোপাড়া থেকে তাঁকে আটক করা হয়।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মাছুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছয় সদস্যের একটি দল মালোপাড়া আবু বক্করের বাড়িতে অভিযান চালিয়ে আটক করে এবং তাঁর সাথে থাকা পিস্তল ও গুলি জব্দ করা হয়।
এসআই জানান, আবু বক্কর বাটকু বহুদিন ধরে এলাকায় ইয়াবা ট্যাবলেট ব্যবসা করে আসছিল। গোয়েন্দা কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হবে বলে জানান তিনি।