সুন্দরবনের দুই ‘বনদস্যু’ আটক

সুন্দরবনের ‘বনদস্যু রোকন বাহিনী’র দুই সদস্যকে আটক করেছে খুলনার কয়রা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি বন্দুক, একটি টু-টু বোর রাইফেল ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী জানান, আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ নম্বর কয়রা লঞ্চঘাট সংলগ্ন শাকবাড়িয়া নদীর পূর্বপাশের সুন্দরবনের ভিতর থেকে দুজনকে আটক করা হয়।
এরা হলো খুলনার খানজাহান আলী থানার জাবিরপুর গ্রামের বাদশা খান (২২) এবং কয়রা উপজেলার কয়রা গ্রামের ভবোসিন্ধু মণ্ডল (৫০)।
ওসি আরো বলেন, এ সময় রোকন বাহিনীর প্রধানসহ ১০-১৫ জন পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।