টুম্পার খুনিদের বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

গাজীপুরের কোনাবাড়ী এলাকার বাসিন্দা নুসরাত জাহান টুম্পা (৩০) হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় এলাকাবাসী হত্যাকাণ্ডে অভিযুক্ত টুম্পার স্বামী গাজীপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোলায়মান মিয়ার ফাঁসির দাবি করে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কে বিক্ষোভ ও মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ নানা পেশার সহস্রাধিক মানুষ। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধন চলে।
এ সময় নিহত টুম্পার বাবা নজরুল ইসলাম ও তার মা এবং একমাত্র ছেলে নির্জন ইসলাম নাফি (৮) সুষ্ঠু বিচারের দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে। তাঁরা বলেন, নুসরাত জাহান টুম্পাকে অনেক নির্যাতক করে হত্যা করা হয়েছে। এ ধরনের নির্মম ঘটনা এ দেশে যেন আর না ঘটে। তারা সোলায়মান মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।
এ সময় বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর শফিকুল আমিন তপন, আজাহারুল ইসলাম মোল্লা, মো. খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ মো. আক্কাস আলী, মো. সোলায়মান, বিএনপি নেতা মো. ইদ্রিস আলী সরকারসহ আরো অনেকেই।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরে একটি বাসা থেকে গাজীপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোলায়মান মিয়ার স্ত্রী কোনাবাড়ী এলাকার নজরুল ইসলামের মেয়ে নুশরাত জাহান টুম্পার লাশ উদ্ধার করা হয়। টুম্পাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁকে শ্বাসরোধ করে হত্যার কথা উল্লেখ রয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম ছয়জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলা করেছেন।