গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা
ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের (ডিবি) এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে।
নবীনগর উপজেলার এক গৃহবধূ আজ সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যাল আদালতে মামলা করেন। আদালত আগামী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া আদালতে দায়িত্বরত এসআই মাইনুল ইসলাম, তাঁর সহযোগী সুমন ও আল আমিন।
মামলার আরজিতে থেকে জানা যায়, ওই গৃহবধূর প্রয়াত স্বামীর ভাইয়ের মাধ্যমে মাইনুলের সাথে তাঁর পরিচয় হয়। একটি মামলার সূত্রে তিনি এসআই মাইনুলকে ৫০ হাজার টাকা ঘুষ দেন।এসআই মাইনুল ও তাঁর দুই সহযোগী গত ১৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় শহরের দাতিয়ারা ও কাউতলীতে অপর আসামির বাসায় তাঁকে আটকে রেখে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করেন। তাঁকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে তাঁর ওপর অত্যাচার করেন। কৌশলে হাতিয়ে নেন প্রায় সাড়ে চার লাখ টাকা।
ওই গৃহবধূর আইনজীবী আবু তাহের বলেন, আদালত সন্তুষ্ট হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে এসআই মাইনুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি ১০ দিনের ছুটিতে আছি। মামলার বিষয়ে কিছু জানি না।’