বাসকে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল পাঁচজনের

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় শ্যামলী পরিবহনের দাঁড়িয়ে থাকা বাসকে ধাক্কা দিয়েছে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান। এতে বাসটির চার যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন । আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন কর্ণফুলী পেপার মিলের জেনারেল ম্যানেজার সৈয়দুর রহমান। বাকি চারজনের মধ্যে বাসচালকের সহকারী, এক নারী ও এক শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে।
আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, উপজেলার বড়তাকিয়ার খৈয়াছড়া এলাকায় চট্টগ্রামমুখী শ্যামলী বাস যান্ত্রিক ত্রুটি সারাতে দাঁড়ায়। ওই সময় একই দিক থেকে আসা দ্রুতগামী কার্ভাডভ্যান সজোরে ধাক্কা দেয় বাসটিকে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ চারজন নিহত হন। পরে হাসপাতাল নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।