চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৯ পুলিশ আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপারসহ (এএসপি) নয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ শনিবার ভোরে উপজেলার রসুলপুর মোড়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন, বগুড়ার এএসপি আব্দুল জলিল, ডিবির উপপরিদর্শক (এসআই) সোহেল রানা, এসআই আলমগীর, সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা, কনস্টেবল সেলিম, রাশেল আলী, রাসেল, জাহাঙ্গীর ও মাইক্রোবাসচালক শাহীন।
আহতদের মধ্যে এএসপি আব্দুল জলিল ও মাইক্রোবাস চালক শাহীনকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ বলেন, জেলার সীমান্ত এলাকায় একটি গোপন অভিযান চালিয়ে আজ ভোররাত ৪টার দিকে বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের ডিবির একটি দল মাইক্রোবাসে করে ফিরছিল। পথে রসুলপুর মোড়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিবির মাইক্রোবাসের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। আর মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।