গাজীপুরে স্কুলছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র সোহেল রানার হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে।
আজ শনিবার সকালে ভবানীপুর স্কুলের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শত শত মানুষ অংশ নেয়।
সোহেল রানা ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ২০১৩ সালের ৮ ডিসেম্বর ভবানীপুর সিংদিঘি আশ্রয়ণ প্রকল্পে নিজ বাড়ির সামনে থেকে তাকে অপহরণের পর হত্যা করা হয়।
এর আগে অপহরণকারীরা সোহেলের বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দিতে না পারায় অপহরণকারীরা সোহেলকে হত্যা করে পাশের গজারি বনে ফেলে রাখে।
দুদিন পর ১০ ডিসেম্বর বিকেলে সোহেলের লাশ পাওয়া যায়। ১২ ডিসেম্বর নিহতের বাবা ফজলুল হক বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে আদালতে সাতজনকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে এই মামলায় সাত আসামির মধ্যে একজন জেলহাজতে আছেন। পাঁচজন জামিনে এবং একজন পলাতক।
জামিনে মুক্তি পাওয়া আসামিরা বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে আজকের মানববন্ধনে অভিযোগ করা হয়।