নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে শিশু নিহত, আহত ১০

নরসিংদীর শিবপুর উপজেলায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত শিশু জিহাদ। ছবি : এনটিভি
নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস-লেগুনা সংঘর্ষে জিহাদ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার কারারচর আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর আমতলায় একটি লেগুনার সঙ্গে মনোহরদী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনাযাত্রী শিশু জিহাদের মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। এ সময় গুরুতর আহত অবস্থায় আরো দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।