বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাংনী থানার ফাইল ছবি
মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দম্পতি হলেন গোলাম কিবরিয়া (৫৫) ও তাঁর স্ত্রী রিনা খাতুন।
আজ সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তাদের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পাশের বাড়ির বৈদ্যুতিক তার একটি বাইসাইকেলের সঙ্গে পেঁচিয়ে ছিল। ওই বাইসাইকেল নিতে গিয়ে প্রথমে বিদ্যুতায়িত হন গোলাম কিবরিয়া। তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী রিনা খাতুনও বিদ্যুতায়িত হন। এরপর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।