বাঁশ দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করল কিশোর!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/09/25/photo-1474794090.jpg)
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাবাকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তাঁর কিশোর ছেলের বিরুদ্ধে।
আজ রোববার ভোরে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফুলদহপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের শয়নকক্ষে গিয়ে ছেলে উমর আলী (১৫) নেশার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় বাবাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে উমর আলী। এর পর সে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন ছুটে এসে মমতাজ উদ্দিনকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।