গাজীপুরে বিশ্ব নদী দিবসে শোভাযাত্রা, সমাবেশ

নদী ও মানুষের জীবন যেন অবিচ্ছেদ্য। দখল-দূষণে বিপন্ন বাংলাদেশের নদনদী। এ পরিস্থিতির মধ্যে এবারও পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে।
প্রতিবছর সেপ্টেম্বরের শেষ রোববার বিশ্ব নদী দিবস হিসেবে পালিত হয়। সে হিসেবে আজ ২৫ সেপ্টেম্বর, রোববার বিশ্ব নদী দিবস। নদী দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার গাজীপুরের পরিবেশ সংরক্ষণ সচেতনতা ফোরাম নদীদূষণ রোধের দাবি নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
আজ বেলা ১১টায় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ীতে (বর্তমান জেলা প্রশাসকের কার্যালয়) শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাবিবুল্লাহ সরণিতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শোভাযাত্রা শেষ হয়। সমাবেশে বক্তারা নদীদূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিবেশ সংরক্ষণ সচেতনতা ফোরাম গাজীপুরের সভাপতি কামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মিলন, নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি ফেড্রিক মুকুল বিশ্বাস, মহিউদ্দিন তালুকদার কাজল, মো. আলমাছ উদ্দিন, মো. জামাল উদ্দিন প্রমুখ।