এবার খোকার গাজীপুরের জমি বাজেয়াপ্ত

রাজধানীর গুলশান ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের পর এবার ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার গাজীপুরের জমিও বাজেয়াপ্ত করা হয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী কালিয়াকৈর উপজেলার ছয়টি মৌজার ৬৬ দশমিক ৫৬ একর জমি বাজেয়াপ্ত ঘোষণা করে সরকারের হেফাজতে নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। আজ রোববার বাজেয়াপ্ত করা ওই জমিতে সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের ২০ নভেম্বর কালিয়াকৈর উপজেলার ছয়টি মৌজায় থাকা সাদেক হোসেন খোকার জমি বাজেয়াপ্ত কারার নির্দেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩। এই মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। (বিশেষ মামলা নম্বর- ০২/২০১৫)।
এর পর আদালতের নির্দেশে সাদেক হোসেন খোকার জমির অনুসন্ধান শুরু করে জেলা প্রশাসন। অনুসন্ধানে সাদেক হোসেন খোকার নামে ৬৬ দশমিক ৫৬ একর জমির সন্ধান মিলে। এর মধ্যে জানের চালা মৌজায় ৩ দশমিক ৯৫ একর এবং বাঁশতলী, তালতলী, কালিয়াদহ, কাঁচারস ও উত্তর রাঙ্গামাটি মৌজার ৬২ দশমিক ৬১ একর জমি পায়। আজ সেই জমিই বাজেয়াপ্ত করা হয়েছে।
এ সময় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সানোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া, সফিপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আ. লতিফ উপস্থিত ছিলেন।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৬৬ দশমিক ৫৬ একর জমি বাজেয়াপ্ত করে সরকারের হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মালিকানাধীন রাজধানীর গুলশান ২ নম্বর সেক্টরের ৭২ নম্বর সড়কের ৯ নম্বর হোল্ডিংয়ে পাঁচ কাঠা জমির ওপর নির্মিত ছয়তলা ভবনটিও বাজেয়াপ্ত করে সরকার। আদালতের নির্দেশে ঢাকা জেলা প্রশাসন সেখানে নোটিশ ঝুলিয়ে দিয়েছে। আদালত ওই বাড়ির দাম নির্ধারণ করে দিয়েছেন দুই কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা।
এর পরদিন ২২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্নগোপ ও তেৎলাব মৌজার ৫০ দশমিক ৮৯ একর জমি বাজেয়াপ্ত করে জেলা প্রশাসন। আদালত বাজেয়াপ্ত জমির মূল্য আট কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৭৩৯ টাকা নির্ধারণ করেছেন।
তবে সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কালিমালেপন করতেই সরকার তাঁর বাড়ি ও জমি দখল করেছে বলে প্রতিক্রিয়া জানিয়েছে তাঁর দল বিএনপি। দলটির মতে, ‘হীন উদ্দেশ্যেই এই রাজনৈতিক নগ্নতার বহির্প্রকাশ ঘটিয়েছে সরকার।’