রৌমারীতে গরু ব্যবসায়ীকে হত্যার দায় বিএসএফের অস্বীকার
কুড়িগ্রামের রৌমারী উপজেলা সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার দায় অস্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি জানায়, রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী গ্রামের বক্তার হোসেনের ছেলে তাহারুল ইসলাম (৩০) হত্যার ঘটনায় আজ রোববার বিকেলে ছাটকড়াইবাড়ী সীমান্তের ১০৫৫ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৩৫ বিজিবি ব্যাটালিয়ন জামালপুরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল হাসান ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন পানবাড়ী বিএসএফ ক্যাম্পের সেক্টর কমান্ডার রাজা সিংহ।
বৈঠক শেষে লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে বাংলাদেশি গরু ব্যবসায়ী হত্যার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানালে বিএসএফ হত্যার দায় অস্বীকার করে।
রোববার ভোর রাতে ছাট কড়াইবাড়ী সীমান্তে ১০৫৫ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে গরু আনতে যান তাহারুল। এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তাহারুল। লাশ বাংলাদেশের অভ্যন্তরে পড়ে থাকলে বিজিবি ও পুলিশ লাশ উদ্ধার করে রৌমারী থানায় নিয়ে আসে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম জানান, নিহত গরু ব্যবসায়ীর লাশ থানায় রাখা আছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনার একদিন আগে গত শুক্রবার রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে আরেক গরু ব্যবসায়ী দুখু মিয়া (২৮) বিএসএফের গুলিতে নিহত হন।