গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

গাজীপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক আজ সোমবার দুপুরে এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া আসামির নাম মো. ফারুক হোসেন (৫১)। তাঁর বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর হাজির মাজার বস্তি এলাকায়।
গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহমদ জানান, গাজীপুরের টঙ্গীর ভরানের তজিম শাহ মাজার এলাকার আবু ইউসুফ দেওয়ানের মেয়ে রত্মার সঙ্গে প্রায় ২০ বছর আগে ফারুকের বিয়ে হয়। তাদের সংসারে দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। ফারুক মাদকসেবন করে প্রায় তাঁর স্ত্রী রত্মাকে মারপিট করত। মাদকের জন্য ফারুক তার স্ত্রীর কাছে টাকা দাবি করেন। ওই টাকা না দেওয়ায় ২০১০ সালের ২ আগস্ট ফারুক মারপিট করে রত্মাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পরের দিন ফারুকের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ২০১১ সালের ১১ মে ফারুক হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত একই বছরের ২৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। শুনানিকালে পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
শুনানি শেষে আসামি ফারুক দোষী সাব্যস্ত হওয়ায় আজ গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাঁকে যাবজ্জীবন সাজা দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহমদ এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান আকন।