নামজারির শুনানিতে গিয়ে ৭ দিনের জেল

গাজীপুরে ভূমির নামজারির শুনানির সময় ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার দায়ে এক যুবককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে কাপাসিয়া উপজেলা ভূমি কার্যালয়ে আল আমিন পালোয়ান (৩২) নামের ওই যুবককে এই সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম সাইফুর রহমান।
কাপাসিয়া ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, কাপাসিয়ার সূর্যনারায়ণপুর গ্রামের আবদুল হক পালোয়ান উপজেলা ভূমি কার্যালয়ে একটি নামজারির আবেদন জমা দেন। নামজারি বিষয়ে শুনানির নির্ধারিত দিনে আজ সোমবার বাবার সঙ্গে আল আমীন পালোয়ান উপজেলা ভূমি কার্যালয়ে উপস্থিত ছিলেন। শুনানি চলাকালে আল আমীন পালোয়ান উত্তেজিত হয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম সাইফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আল আমিন পালোয়ানকে সাতদিনের কারাদণ্ডাদেশ দেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সাইফুর রহমান বলেন, ‘ওই ব্যক্তি তাঁর পিতার নামজারির আবেদনের বিষয়ে কথা বলার সময় আমার সামনে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালত তাঁকে উক্ত সাজা দিয়েছেন।’ তবে তিনি স্বীকার করেন, এ ঘটনার পরও যথারীতি শুনানি অব্যাহত ছিল।