নরসিংদীর সাহেপ্রতাপ বাজারে আগুন

নরসিংদীতে আগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার সাহেপ্রতাপ বাজারের জয়নাল সরকার মার্কেটে এই আগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী জানান, প্রতিদিনের মতো গতকাল সোমবার রাতেও জয়নাল সরকার মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। আজ ভোরে মার্কেটের মান্নান ইলেকট্রনিক্সের দোকানে আগুন দেখতে পান সড়ক দিয়ে চলাচলকারী এক রিকশাচালক। তিনি বিষয়টি বাজারের পাহাড়াদারদের জানালে আশপাশের লোকজন ছুটে আসার আগেই আগুন মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আগ্নিকাণ্ডে মার্কেটের হাসান ফার্নিচার, জননী সেলুন, মাসুম ফার্মেসি, চন্দন সুজ, মা স্বর্ণ শিল্পালয়, ইমন টেইলার্স ও তরঙ্গ ইলেকট্রনিক্সের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাসান ফার্নিচারের মালিক বিল্লাল মিয়া জানান, আগ্নিকাণ্ডে দোকানের সব ফার্নিচার পুড়ে গেছে। এগুলো কোনো কাজে লাগবে না। এতে তাঁর আনুমানিক আট লাখ টাকার ক্ষতি হয়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শওকত আলী জোয়ার্দার বলেন, ‘প্রাথমিক তদন্তে আমাদের ধারণা, ইলেকট্রনিক্স দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।’