গাংনীতে চাষিদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে চাষিদের মধ্যে সার ও সরিষার বীজ বিতরণ করা হয়। ছবি : এনটিভি
মেহেরপুরের গাংনীতে প্রান্তিক পর্যায়ের চাষিদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ১১০ জন চাষির মধ্যে সার ও সরিষার বীজ বিতরণ করা হয়।
সার ও বীজ বিতরণের সময় গাংনীর কৃষি কর্মকর্তা রইচ উদ্দীন, পৌর মেয়র আশরাফুল ইসলাম, প্যানেল মেয়র নবীর উদ্দীন, সাইদুল ইসলাম, কাউন্সিলর এনামুল হকসহ চাষিরা উপস্থিত ছিলেন।