নওগাঁয় খামারিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

নওগাঁয় স্থানীয় খামারিদের নিয়ে বাণিজ্যিক ভাবে মুরগি পালন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের পিরোজপুর এলাকায় বেসরকারি সংগঠন আশা তাদের নিজস্ব শাখা কার্যালয়ে এই আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আশার নওগাঁ জোনের ব্যবস্থাপক রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন আশার জেলা কর্মকর্তা মামুন অর রশিদ। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বগুড়ার আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহবুবুর রহমান, নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম খুরশিদ আলম ও আশার অ্যাগ্রিবিজনেস প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক শামসুদ্দীন।
আয়োজকরা জানান, আশার অ্যাগ্রিবিজনেস প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় ২০ জন খামারি অংশ নিয়ে মুরগি পালন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ গ্রহণ করেছেন।