নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, দুজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইটবাহী ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো তিনজন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের খড়িবোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার এন্তাজ আলীর ছেলে আব্দুল ওয়াহাব (৪০) ও তোফাজ্জল হোসেনের ছেলে গাজলু (৫৫)। তাঁদের লাশ নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন তাবারক আলী (৫০), বজলুর রশিদ (৩৫) ও রাজকুমার (৩৫)। তাঁদের বাড়িও একই এলাকায়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন জানান, ওই এলাকায় বেলা ১১টার দিকে ইটবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াহাবের মুদি দোকানের ভেতর ঢুকে পড়ে। এ সময় দোকানে থাকা ওয়াহাব ও গাজলু ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তাবারক, বজলুর ও রাজকুমার।