ইরাদ আহমেদের বিরুদ্ধে আরেকটি মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা করা হয়েছে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মোট তিনটি মামলা হলো।
আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতা ইসমাইল মো. গোলাম রসুল বাদী হয়ে মামলাটি করেন। মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনসারী বাদীর জবানবন্দি গ্রহণ করেন।
জবানবন্দি শেষে বিচারক মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ৭ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার রাতে একই কারণে ইরাদ আহমেদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রশিদ বাদী হয়ে গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।
এর পর আজ সকালে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ইরাদ আহমেদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
ইরাদ আহমেদ বিএনপির বহিষ্কৃত নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে।
অভিযোগে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর রাতে ইরাদ তাঁর ফেসবুক স্ট্যাটাসে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পিতাকে নিয়ে কটুক্তি করেন।
এ ঘটনায় বাদী দণ্ডবিধির ৫০৬/৫০০/৫০১ ধারায় আদালতে মামলা করেন। মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হয়েছে।
বাদীপক্ষে মামলার শুনানি করেন আইনজীবী মো. বাহারুল আলম বাহার।