ইরাদ আহমেদের বিরুদ্ধে আরেকটি মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে পঞ্চগড়ের আদালতে আরেকটি মামলা করা হয়েছে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে মোট চারটি মামলা হলো।
গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড় থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলাটি করেন পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার।
মামলার বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম রাতে বলেন, আসামি ধরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযোগে বলা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর রাতে ইরাদ তাঁর ফেসবুক স্ট্যাটাসে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পিতাকে নিয়ে কটূক্তি করেন।
এরপর গত মঙ্গলবার রাতে ইরাদ আহমেদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রশিদ বাদী হয়ে গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।
এরপর বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ইরাদ আহমেদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
একই দিন বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতা ইসমাইল মো. গোলাম রসুল বাদী হয়ে ইরাদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
ইরাদ আহমেদ বিএনপির বহিষ্কৃত নেতা তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে।