নওগাঁয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা

নওগাঁর ২২৩ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের করোনেশন হল সোসাইটির হলরুমে এ সম্মাননা দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট।
অনুষ্ঠানে নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক। এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা মনজুর এলাহী, গোলাম সামদানী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার ২২৩ জন মুক্তিযোদ্ধাকে বঙ্গবন্ধু ও নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ছবিসংবলিত পদক প্রদান করা হয়। পরে স্বাধীনতার গান পরিবেশন করা হয়।