সৈয়দ শামসুল হকের জন্য কুড়িগ্রামে বিশেষ মোনাজাত
প্রয়াত কবি ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর জন্মস্থান কুড়িগ্রামে মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর জেলা শহরের সব মসজিদে সব্যসাচী এ লেখকের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্যোগে কলেজ মসজিদে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, কলেজের শিক্ষক কাজী শফিকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকসহ মিলাদে অংশ নেওয়া মানুষজন সৈয়দ শামসুল হকের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের পর দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মো. মোসলেম উদ্দিন।
গত বুধবার কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে মসজিদের পাশে কবিকে সমাহিত করা হয়।