খুলনায় ভুয়া বিসিএস পরীক্ষার্থীকে জেল-জরিমানা

ভুয়া প্রবেশপত্র তৈরি করে ৩৭তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার দায়ে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার খুলনা নগরীর খালিশপুরে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্র থেকে মো. শায়খুল ইসলাম নামের ওই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। তাঁর বাড়ি মাগুরার শালিখা উপজেলার কোমরকাটা গ্রামে।
খুলনা জেলা প্রশাসনের সূত্র জানায়, ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর ৩ ধারা মোতাবেক শায়খুল ইসলামকে এই শাস্তি দেন।
জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, ভুয়া বিসিএস পরীক্ষার্থীকে শুক্রবার দুপুরের পর জেলা কারাগারে পাঠানো হয়।
খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজ, জিলা স্কুল, সরকারি মহিলা কলেজ, খুলনা পাবলিক কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজ ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে মোট ১৪ হাজার ৫০৬ জন পরীক্ষার্থী অংশ নেন।