বাকেরগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম শামীম খান (৩০)।
শুক্রবার সকালে পুলিশ ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের উত্তর কৃষ্ণকাঠী এলাকার একটি মাছের ঘেরের পাশে থেকে মৃতদেহটি উদ্ধার করে।
শামীমের বাড়ি উপজেলার ভরপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কৃষ্ণকাঠী গ্রামে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষ্ণকাঠী বাজারে শামীমের কসমেটিক্সের দোকান রয়েছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৮টায় দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। আজ সকালে তাঁর গলাকাটা মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় লোকজন।
বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুন-উর রশীদ জানান, সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে।