এবার পত্নীতলার হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা

নওগাঁয় এবার পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হচ্ছে। আজ শনিবার সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এর আগে মান্দা ও বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু হয়।
ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের পর দেশে প্রথম নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম চালু করা হয়। পরে জেলার বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সেও একই কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম শুরু হওয়ায় চিকিৎসাবঞ্চিত অসংখ্য মানুষ চিকিৎসারসেবার আওতায় আসে। এ ছাড়া এলাকায় এবং দেশের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
সে সময় পর্যায়ক্রমে জেলার অপর উপজেলাগুলোতেও একই কার্যক্রম শুরু করার ঘোষণা দেন নওগাঁর সিভিল সার্জন ডা. এ কে এম মোজাহার হোসেন।
এ বিষয়ে ডা. মোজাহার হোসেন বলেন, তরুণ চিকিৎসকদের নিয়ে এবং বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিকের পৃষ্ঠপোষকতায় ২০১৫ সালের ২৬ মার্চ মান্দা উপজেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করা হয়। এখন পর্যন্ত ওই হাসপাতাল এলাকায় চিকিৎসা বঞ্চিত ১৯ হাজার একজন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে জেলার অপর আটটি উপজেলায় একই কার্যক্রম শুরু করা হবে।
এদিকে, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ পত্নীতলায় প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে মেডিক্যাল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। একই দিন তিনি বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে ১৪ দল আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন বলে জানা গেছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম পত্নীতলায় বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধনের বিষয়ে বলেন, ‘নওগাঁর মান্দা ও বদলগাছীর পর পত্নীতলায় বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হচ্ছে জেনে আমি আনন্দিত। নওগাঁয় চালু হওয়া এই কার্যক্রম দেশে একটি মাইল ফলক হয়ে থাকবে। চিকিৎসকদের আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার অনেক সুযোগ রয়েছে। বৈকালিক স্বাস্থ্যসেবা জনগণের আরো কাছাকাছি নিয়ে আসবে তাদের।’