মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষ, একজন নিহত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে খুলনা-বরিশাল মহাসড়কে উপজেলার উত্তর বাগড়ি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালকের নাম রাজন সরদার (২৭)। তিনি উপজেলার সাংগর গ্রামের লোকমান সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক রাজন বরিশাল থেকে যাত্রী নিয়ে ঝালকাঠির রাজাপুরে যাচ্ছিলেন। উত্তর বাগড়ি সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক রাজন ছিটকে গিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে মাথায় আঘাত পান। পরে স্থানীয় লোকজন রাজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।