পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সদস্যদের আ. লীগে যোগদান

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদের নেতৃত্বে সদস্যরা আওয়ামী লীগে যোগদান করেছেন।
গতকাল শনিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদানকারী অন্যরা হলেন আটোয়ারী উপজেলার তড়িয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শামসুন্নাহার পেরিস, মনোয়ারা বেগম ও হাসিনা বেগম এবং ইউপি সদস্য আবু তাহের, মজিরুল ইসলাম, ফজলুল করিম, আনিসুল হক, উত্তম কুমার, আজিবর রহমান বিহারী, বজলার রহমান, আমির হোসন ও সায়েদুর রহমান।
এ সময় জেলা আওয়ামী লীগের নেতারা রজনীগন্ধা ফুল দিয়ে ইউপি সদস্যদের দলে বরণ করে নেন এবং তাঁদের মিষ্টিমুখ করান।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস আলীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, কামরুজ্জামান শেখ মিলন, অ্যাডভোকেট আনিছুর রহমান প্রমুখ।